নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু আমার রাজনৈতিক পিতা, তাই পিতার কবর জিয়ারত করতে এসেছি।
জাতির পিতার কবর যখন অযত্নে অবহেলিত ছিল, তখন আমি কবর পরিস্কার করেছি। তখন পরিস্কার করার কেউ ছিল না।
এখন অনেক নেতা গজিয়েছে, তখন তারা ছিল না।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে সাংবাদিকদের এসব কথা বলেন।
আরো পড়ুন – শিহাব হত্যা মামলা : সিআইডিতে স্থানান্তরের ৪০ দিন পর নথি হস্তান্তর
পরিবার ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ৩০ আগস্ট (মঙ্গলবার) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং জিয়ারত করেন।
কাদের সিদ্দিকি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু আওয়ামী লীগের নয়, সারা বাংলাদেশের সকল জনগণের।
আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল শহীদদের জন্য দোয়া করছি; আল্লাহতালা বেহেশত নসিব করুক।
আরো পড়ুন – করটিয়া হাটের ভিটি বরাদ্দে দুর্নীতি পেয়েছে দুদক
জাতির পিতার পরিবারসহ বাংলাদেশের সকল মানুষের কল্যাণ কামনা করছি।
এসময় পরিবারের সদস্যরা ছাড়াও দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতিক, যুগ্ম-সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১৯৯৯ সনে আওয়ামী লীগ ছাড়ার পরও প্রতি বছর একাধিকবার তিনি বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে যান।
আরো পড়ুন – বাসাইলে রিসোর্ট ও স্পা সেন্টারের কারণে নিরাপত্তা ঝুঁকিতে বালিকা বিদ্যালয়ের মেয়েরা
কিন্তু করোনার কারণে ২০২০-২১ সালে সেখানে যেতে পারেন নি। সম্পাদনা – অলক কুমার