করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে টাঙ্গাইলে গুরুত্বপূর্ণ স্থানেগুলোতে চেকপোস্ট বসিয়েছে টাঙ্গাইল জেলা পুলিশ। অপ্রয়োজনে শহরের ঘোরাফেরা করা মানুষদের বাড়ির বাহিরে আসতে নিষেধ করছেন এবং সামাজিক দুরত্ব বজায় রেখে করোনা ভাইরাস প্রতিরোধের উপায়, করণীয় নিয়ে জনগনকে সচেতনতামূলক পরামর্শ প্রদানসহ জেলা পুলিশের পক্ষ হতে লিফলেট বিতরণ করা হয়।
টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের নির্দেক্রমে গত তিন দিন যাবৎ শহরের প্রবেশদ্বার টাঙ্গাইল পুরাতন বাসস্টান্ড, ডিসট্রিকগেট, নিরালামোড় এবং শান্তিকুঞ্জ মোড়ে এই চেক পোস্ট বসানো হয়েছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেক পোস্ট বসিয়ে অপ্রয়োজনে শহরে ঘোরাফেরা করা মানুষদের বাড়িতে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয়া হচ্ছে। এছাড়াও সামাজিক দুরত্ব বজায় রেখে করোনা ঝুঁকি এড়িয়ে চলতে বলা হচ্ছে।
টাঙ্গাইল পুলিশ সুপার রঞ্জিত কুমার রায় জানান, করোনা ভাইরাস প্রতিরোধে মানুষদের ঘরে থাকতে বলা হলেও তারা অনেকেই মানছেনা। শহরের মূল প্রবেশদ্বারের ৪টি গুরুত্বপূর্ণ স্থানে চেক পোস্ট বসানো হয়েছে, কেন মানুষ শহরে আসে সেটা জানার জন্য। কেউ অপ্রয়োজনে ঘরের বাহিরে আসলে তাদের ফিরিয়ে দিয়ে সতর্ক করা হচ্ছে। এরপরও না মানলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয় হবে। টাঙ্গাইল মডেল থানা ছাড়াও জেলার প্রত্যেকটি থানায় চেক পোস্ট বসানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।