১০ দিনের সরকারি ছুটি ঘোষনার পর ঘরমুখো মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। করোনা ঝুঁকি নিয়েই ঘরে ফিরছে হাজারো মানুষ। গেলো কয়েকদিন ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ফাঁকা থাকলেও, আজও (২৪ মার্চ) সকাল থেকে গাড়ির চাপ বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয়েছে। সন্ধ্যা পর্যন্ত ছিল একই চিত্র।
যাত্রীদের উপচে পড়া ভীড়। মহাসড়কে যাত্রীবাহী বাসের চেয়ে ট্রাকের সংখ্যাই বেশি। দূরপাল্লার বাস বন্ধ থাকায় যাত্রীরা জীবনের শঙ্কা ও ঝুঁকি নিয়েই এসব যানবাহনে গাদাগাদি করে গন্তব্যে যাচ্ছে।
এছাড়াও বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ থাকায় মহাসড়কের উপরেই ভরসা রাখছনে যাত্রীরা।
অন্যদিকে মহাসড়কের এলেঙ্গা অংশে ডেবে যাওয়া রাস্থা সংস্কার কাজ করায় উত্তবঙ্গগামী লেন বন্ধ রাখায় বেশি ভোগান্তিতে পড়ছে চালক ও যাত্রীরা।