কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইল কালিহাতী উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিনের ঘরে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়েছে।
সোমবার রাত ৮টা ৪০ মিনিটে এই ঘটনা ঘটে, নামাজের পর মুসুল্লিরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
জানা যায়, হঠাৎ করে দেখা যায় মোয়াজ্জেমের রুমের দরজার সামনে আগুন, একটি বোতলে কেরোসিন তেল নেকড়ে দিয়ে আগুন ধরিয়েছে । ঘটনা তেমন ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্কে রয়েছে সবাই।
আরো জানা যায়, গত বছর এই বিল্ডিং এর দোতালায় ইমাম আব্দুল সালামের রুমে কে বা কারা আগুন ধরিয়ে ছিলেন; ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
মুয়াজ্জিন আরিফুল ইসলাম জানান,আমি এখানে ১৮ বছর যাবত আছি। আমার সাথে কারো কোন ঝামেলা নেই জগরা নেই। আমি স্বাভাবিকভাবে চলাচল করি।
কালিহাতী থানার সাব-ইন্সপেক্টর তাহিদ উল্লাহ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে এখনো জানতে পারিনি।
ঘটনাস্থলে কেরোসিন তেল বোতল ও একটি নেকড়া পেয়েছি। সম্পাদনা – অলক কুমার