টাঙ্গাইলের কালিহাতীতে উকিল শাশুড়িকে নিয়ে পালিয়েছেন সেবা এনজিও’র এক মাঠকর্মী। এ ঘটনার পর ওই কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করেছে এনজিও কর্তৃপক্ষ। মঙ্গলবার (১ জুলাই) উপজেলার এলেঙ্গা পৌর এলাকার চিনামুড়া গ্রামে এ ঘটনা ঘটে, যা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা গেছে, চিনামুড়া গ্রামের মোস্তফা স্থানীয় জামে মসজিদের ইমাম ও নূর এ মদিনা মাদ্রাসার শিক্ষক। প্রায় ১৫ বছর আগে তিনি চেচুয়া গ্রামের বাদশা ফকিরের মেয়ে রাজিয়া বেগমকে বিয়ে করেন। তাদের ১০ বছরের এক ছেলে রয়েছে।
প্রতিবেশী আব্দুল মান্নানের ছেলে মাজিদুর রহমান সেবা এনজিও’র গাজীপুর জোনের মেম্বারবাড়ী শাখার মাঠকর্মী ছিলেন। পারিবারিক ঘনিষ্ঠতার কারণে মাজিদুরের বিয়েতে মোস্তফা উকিল শ্বশুর এবং তার স্ত্রী রাজিয়া উকিল শাশুড়ি হন। সেই সম্পর্কের সূত্র ধরেই মাজিদুরের ওই পরিবারে যাতায়াত বেড়ে যায়, যা এক পর্যায়ে পরকীয়ায় রূপ নেয়।
মঙ্গলবার মাজিদুর তার উকিল শাশুড়ি রাজিয়াকে নিয়ে কর্মস্থলের কথা বলে এলাকা ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন ইমাম মোস্তফা ও তার পরিবার। স্থানীয়দের অনেকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পরকীয়ার কঠোর শাস্তির দাবি তুলেছেন।
মোস্তফার বাবা অভিযোগ করেন, তার পুত্রবধূ প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার ও ৫ লাখ টাকা সঙ্গে নিয়ে পালিয়েছে। তিনি এর সঠিক তদন্ত ও শাস্তি দাবি করেছেন। এ বিষয়ে ভুক্তভোগী ইমাম মোস্তফা কালিহাতী থানায় সাধারণ ডায়েরি করেছেন।
“সেবা” এনজিও’র সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মাজিদুর রহমানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
এ বিষয়ে মাজিদুর রহমানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাংবাদিকদের ফোন রিসিভ করেও কথা বলতে চাননি।