কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি, বাঙালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
রবিবার (১৫ আগস্ট) সকাল ৯টার সময় উপজেলা পরিষদ চত্বরে শোক র্যালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, আলোচনা সভা, বৃক্ষরোপন, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম।
আরো উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার ভূমি কামরুল হাসান এবং কালিহাতী সার্কেল সিনিয়র এএসপি মো. শরিফুল হক, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাহারুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দশকিয়া ইউপি চেয়ারম্যান এম এ মালেক ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকারসহ সহযোগী অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান; উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গালসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ; সাংবাদিকবৃন্দ; বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী; শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা; বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
কালিহাতী উপজেলায় ২টি পৌরসভা ১৩ টি ইউনিয়নে গণভোজের আয়োজন করেন আওয়ামী লীগের রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা।
অন্যদিকে, জাতীয় শোক দিবস উপলক্ষে করোনা ভাইরাসের কারণে কর্মহীন, অসহায়, দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
ভাগ্য উন্নয়ন সংস্থা আয়োজনে বল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুপুরে এই ত্রাণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
এসময় বল্লা ইউনিয়নের আওয়ামী লীগ ও এর সহযোগী এবং ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্পাদনা – অলক কুমার