নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক আরোহীসহ ২ যুবক নিহত হয়েছেন।
নিহত মোটরসাইকেল চালক উপজেলার বীর বাসিন্দা গ্রামের দেলোয়ারের ছেলে জাকির (২৮) ও আরোহী একই গ্রামের আরফান আলীর ছেলে আসাদুজ্জামান (২০)।
শনিবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে কালিহাতী-বল্লা সড়কের কামার্থী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কালিহাতী-বল্লা সড়কের চারান থেকে নিহত দুই যুবক মোটরসাইকেল নিয়ে কালিহাতী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল।
আরও পড়ুন- শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষক সমিতির মানববন্ধন
পথিমধ্যে কালিহাতী পৌরসভার কামার্থী এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি একটি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে ওই প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় মোটরসাইকেলের নিচে পড়ে চালক জাকিরের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
অপরদিকে, মোটরসাইকেলের আরোহী আসাদুজ্জামান গুরুত্বর আহত হলে তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। আসাদুজ্জামানকে টাঙ্গাইল থেকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যায়।
কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, এ ঘটনায় মোটরসাইকেল ও প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।