বিএনপির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে পারখী ইউনিয়নের ভিয়াইল বাজার বটতলায় আয়োজিত এ সভায় তিনি দলের সাংগঠনিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও জনগণের নানা সমস্যা নিয়ে সরাসরি আলোচনা করেন।
সভায় সভাপতিত্ব করেন পারখী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার সাইফুল ইসলাম। সভা সঞ্চালনায় ছিলেন হোসেন আলী মেম্বার।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কারানির্যাতিত পেশাজীবী, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কো-চেয়ারম্যান প্রফেসর এম. কে. এম. আব্দুল আউয়াল। এছাড়াও বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর ও সাদত কলেজের সাবেক ছাত্রনেতা মুক্তার আলী বিকম, এমদাদুল হক ও শিবলী সাদিক।
সভায় ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ ধরনের সভা জনগণের সঙ্গে দলের সংযোগ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।