কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ি ইউনিয়নের পাকুটিয়া জামে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে ফরিদ আহমেদের বাড়িতে হামলা করেছে বলে অভিযোগ ওঠেছে আ. মজিদ তোতাদের বিরুদ্ধে।
আ. মজিদ তোতাদের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন ফরিদ আহমেদের পরিবার।
এর প্রতিকার চেয়ে বুধবার সন্ধ্যায় কালিহাতী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভূক্তভোগী ফরিদ আহমেদ।
অভিযোগটি ভিত্তিহীন বলে দাবি করছেন আ. মজিদ তোতা।
লিখিত অভিযোগে জানাগেছে,উপজেলার পাকুটিয়া মসজিদের কমিটি নিয়ে বিরোধ চলে আসছিল ফরিদ আহমেদ ও আ.মজিদ তোতার সাথে সম্প্রতি আ. মজিদ তোতা, রফিক মিয়া, আ. লতিফ, ছানোয়ার মিয়া, শামছুল মিয়া, আমির আলী,আনছার আলী, শাহ আলম, সোহেল মিয়া, শাকিল মিয়াসহ ১০/১৫ জন মিলে ফরিদের বাড়িতে হামলা চালায়।
এসময় বাড়ির গেট ভেঙ্গে বাড়িতে প্রবেশ করেন।
ফরিদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে প্রাণনাশের হমকি দিয়ে চলে যায়।
তাদের ভয়ে ফরিদ আহমেদ তার পোল্ট্রি ফার্ম, ফিডের দোকান ও পুকুর দেখাশোনা করতে পারতেছেনা। স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারতেছেন না।
এব্যাপারে কালিহাতী থানার এস আই ফজলুর রহমান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা – অলক কুমার