টাঙ্গাইলের কালিহাতীতে যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে গড়ে তুলতে আয়োজিত হচ্ছে সুচনা কালিহাতী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টকে ঘিরে আয়োজিত হয়েছে একটি সংবাদ সম্মেলন।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে কালিহাতী আর.এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
তিনি জানান, “আমি ‘সুচনা কালিহাতী’ স্লোগান নিয়ে কাজ করছি। ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে ক্রীড়া উন্নয়নের লক্ষ্যে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।”
এ বছর কালিহাতী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পার্শ্ববর্তী এলাকার মোট ১৬টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠান হবে ২ আগস্ট বিকেল ৩টায়, কালিহাতী আর.এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে।
প্রধান অতিথি থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কালিহাতী থানার ওসি জাকির হোসেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, স্থানীয় ক্রীড়া সংগঠক ও সামাজিক নেতৃবৃন্দ। আয়োজকরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং টুর্নামেন্টের প্রস্তুতি, নিরাপত্তা, বিচারকদের স্বচ্ছতা এবং পুরস্কার বিষয়েও বিস্তারিত তুলে ধরেন।
এই টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় তরুণদের মাঝে ফুটবলের প্রতি আগ্রহ বাড়বে এবং একটি সুশৃঙ্খল প্রজন্ম গড়ে উঠবে বলে আশাবাদী আয়োজকরা।