টাঙ্গাইলের কালিহাতীতে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন, উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, জুলাই ছাত্র আন্দোলনে আহত মোসলিম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কালিহাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক জামিল আল মামুন, কালিহাতী এসসিপি’র সদস্য আল আমিন প্রমুখ।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোহাম্মদ সাখাওয়াত হুসাইন শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।