টাঙ্গাইলের কালিহাতীতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আনিসুর রহমানের নামে মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। সোমবার (৭ জুলাই) সকালে উপজেলার পটল বাজার প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে দুর্গাপুর ইউনিয়ন মহিলাদলের সভাপতি আয়শা সিদ্দিকা স্বপ্না লিখিত বক্তব্যে বলেন, ‘আনিসুর রহমান কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কদিমহামজানী গ্রামের বাসিন্দা। তিনি রিটার্ডপ্রাপ্ত সেনা সদস্য হিসেবে পরিবার নিয়ে এলেঙ্গায় বসবাস করছেন এবং প্লাস্টিক ভাঙারির ব্যবসার সঙ্গে যুক্ত।’
তিনি জানান, সম্প্রতি পটল বাজারের এক ব্যাবসায়ী সোহেল পুলিশের হাতে আটক হলে আনিসুর রহমানের নাম ভুলভাবে মামলায় জড়ানো হয়েছে। অথচ আনিসুর এ বিষয়ে কিছুই জানেন না। সোহেল দাবি করেছে, সে আনিসুরকে মালামাল দিয়েছে, যা পুরোপুরি ভিত্তিহীন। এরপর পুলিশ মগড়া এলাকার আরেকজনকে গ্রেপ্তারও করেছে।
দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আ. লতিফ, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী সংবাদ সম্মেলনে বলেন, ‘আনিসুর রহমান পুরোপুরি নির্দোষ। তার নামে হয়রানিমূলক অভিযোগ আমরা প্রত্যাখ্যান করছি।’
তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানান, সঠিক তদন্ত ছাড়া কোনো নিরপরাধ মানুষকে যেন গ্রেপ্তার না করা হয় এবং প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।
সংবাদ সম্মেলনে পটল বাজার সমিতির সভাপতি শহিদুল ইসলাম প্রামাণিক, হাজী আ. মালেক মাস্টার মাতাব্বরসহ দুর্গাপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। এলাকাবাসী দ্রুত আনিসুর রহমানকে হয়রানিমূলক অভিযোগ থেকে মুক্তি দেওয়ার দাবি জানান।