টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডা. মো. শাহআলম তালুকদার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছেন। বৃহস্পতিবার বিকেলে তিনি কালিহাতী পৌরসভার বিভিন্ন এলাকায় দোকানপাট ও পথচারীদের হাতে লিফলেট তুলে দিয়ে গণসংযোগ চালান।
নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি পৌর এলাকার বাজার, রাস্তা ও জনবহুল স্থানে গিয়ে ৩১ দফা কর্মসূচির গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষের কাছে ধারণা তুলে ধরেন। তিনি বিএনপির রাজনৈতিক অঙ্গীকার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ও করেন।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহর আলী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রতন, বিএনপি নেতা শহিদুর রশিদ শহিদসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অসংখ্য নেতা-কর্মী।