আসন্ন শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমীর প্রতিমা প্রদর্শনী উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নারান্দিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা. আবু সাইম আল সালাউদ্দিন। এসময় বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, কালিহাতী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান, কালিহাতী থানার ওসি মাহবুবুর রহমান, টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অমল ব্যানার্জী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ঝন্টু, নারান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহর আলী, উপজেলা বিএনপির সহসভাপতি মোজাম্মেল হাসান বাদল, ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল আলম শাহজাহান ও উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব মানিক ভট্টাচার্য প্রমুখ।
বক্তারা বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” — এই নীতিতে সবাইকে নিজ নিজ ধর্ম পালনের আহ্বান জানান। তারা আরও বলেন, নারান্দিয়ার শতবর্ষের ঐতিহ্য অনুযায়ী বিজয়া দশমীর দিন দৌলতপুর খেলার মাঠে প্রতিমা প্রদর্শনী ও সিঁদুর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সভায় জানানো হয়, দুর্গাপূজা ও প্রতিমা প্রদর্শনী শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়নের ১৩টি পূজা মণ্ডপের সভাপতি-সম্পাদক, হিন্দু কমিটির নেতৃবৃন্দ ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। সভার সহযোগিতায় ছিল নারান্দিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্ট।