মির্জাপুর প্রতিনিধি : কীটনাশক নির্ভরতা কমাতে পার্চিং পদ্ধতি ব্যবহারে উদ্বুদ্ধ করতে মির্জাপুরে পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়েছে।
“ধানের জমিতে ডাল পুতুন, পোকার আক্রমন রোধ করুন” এই শ্লোগানে এই পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা সদরের পোষ্টকামুরী চরপাড়া মাঠে বোরো জমিতে কীটনাশকের ব্যবহার কমিয়ে ও পরিবেশ সম্মতভাবে ফসল উৎপাদন বৃদ্ধিতে জমিতে ডাল পুতা (পার্চিং কার্যক্রম উৎসব) কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার মাহমুদা খাতুন।
আরো পড়ুন – ভাসানী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ৯ নেতাকে বহিস্কার
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মির্জাপুরের আয়োজনে আয়োজিত কার্যক্রমে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হালিম, উপ-সহকারী কৃষি অফিসার শাহজাহান কবির, স্থানীয় বোরো ধান চাষীরা।
ভারপ্রাপ্ত কৃষি অফিসার মাহমুদা খাতুন জানান, কৃষিবান্ধব এ প্রযুক্তি ব্যবহার করে কৃষকেরা অধিক ফলন পেয়ে থাকেন।
এছাড়া জমিতে কীটনাশক খরচ কম ও পরিবেশের ভারসাম্য রক্ষা পায়।
এ পর্যন্ত রোপিত শতভাগ পার্চিং নিশ্চিতকরণে ঢাকা অঞ্চলের সকল জেলার ন্যায় মির্জাপুর উপজেলার ৪৩টি ব্লকে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) একযোগে পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়।
এ কার্যক্রমে উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রতিটি ব্লকের কার্যক্রম বাস্তবায়ন করেন।
আরো পড়ুন – মরণোত্তর ফাঁসি দেন আপত্তি নাই, কিন্তু জিয়া মুক্তিযোদ্ধা না এটা মানি না: কাদের সিদ্দিকী
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আহ্সানুল ইসলাম এ কার্যক্রম বাস্তবায়নে সার্বক্ষনিক নির্দেশনা দিয়ে থাকেন বলেন তিনি জানিয়েছেন।