খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অপসারণের খবরে আনন্দে মেতে উঠেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাতেই তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করেন।
মিছিলে শিক্ষার্থীরা কুয়েট শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, “ভিসির অপসারণের মধ্য দিয়ে কুয়েট স্বৈরাচারমুক্ত হচ্ছে।” একই সঙ্গে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও ধন্যবাদ জানান যারা আন্দোলনে কুয়েটের পাশে ছিলেন।
এর আগে, রাত ১০টার দিকে ঢাবি শিক্ষার্থীরা কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন এবং কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। মধ্যরাতে তথ্য মন্ত্রণালয় জানায়, কুয়েট উপাচার্যকে অপসারণের প্রক্রিয়া শুরু হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষের জেরে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। ঘটনার পর ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। এর প্রতিবাদে ক্যাম্পাসে আন্দোলন শুরু হয় যা পরবর্তীতে এক দফা—উপাচার্য অপসারণে রূপ নেয়। আগামী ৪ মে থেকে কুয়েটে শিক্ষা কার্যক্রম ফের শুরু হওয়ার কথা রয়েছে।