সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) কুয়েতের স্বাস্থ্যখাতে নার্স পদে পুরুষ ও নারী কর্মী নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পদের বিবরণ:
বিএসসি (নার্স): ২০ জন পুরুষ ও ৩০ জন নারী, মাসিক বেতন ৩২০ কুয়েতি দিনার (প্রায় ১,২৭,০০০ টাকা)।
ডিপ্লোমা (নার্স): ১০ জন পুরুষ ও ৪০ জন নারী, মাসিক বেতন ২৮০ কুয়েতি দিনার (প্রায় ১,১১,১৬০ টাকা)।
উভয় পদের জন্য প্রার্থীর বিএসসি/ডিপ্লোমা সনদের ইস্যুর তারিখ থেকে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির শর্তাবলি:
ইংরেজিতে দক্ষ হতে হবে।
সংশ্লিষ্ট কাজে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স ৩৯ বছরের মধ্যে হতে হবে।
চাকরির চুক্তি ৩ বছর (নবায়নযোগ্য)।
শিক্ষানবিশকাল ৩ মাস।
বাৎসরিক বেতন বৃদ্ধি: প্রথম বছর শেষে ১৫ কুয়েতি দিনার, দ্বিতীয় বছর শেষে ১৫ কুয়েতি দিনার।
আবাসন ও কর্মস্থলে যাতায়াতের ব্যবস্থা নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে।
প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা কোম্পানি প্রদান করবে।
খাবারের ব্যবস্থা বা মাসিক ২৫ কুয়েতি দিনার ভাতা।
বিমানভাড়া (যোগদানের সময় ও চুক্তির শেষে দেশে ফেরার জন্য) নিয়োগকর্তা বহন করবে।
অন্যান্য শর্তাবলি কুয়েতের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য।
অতিরিক্ত তথ্য:
নির্বাচিত প্রার্থীদের বোয়েসেল সার্ভিস চার্জ ৫৬,৩৫০/- টাকা দিতে হবে।
গামকা থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে।
কুয়েত দূতাবাস থেকে ভিসা স্ট্যাম্পিং ফি ও আনুষঙ্গিক ফি প্রদান করতে হবে।
চূড়ান্ত নির্বাচিতদের BLS (Basic Life Support) প্রশিক্ষণের বৈধ সনদ থাকতে হবে।
আবেদনের নিয়ম:
বোয়েসেলের ওয়েবসাইটে আবেদন করতে হবে।
ইংরেজিতে জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতা সনদ, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, রেজিস্ট্রেশন ও পাসপোর্টের রঙিন কপি এক পিডিএফ ফাইলে আপলোড করতে হবে।
আবেদন শেষ তারিখ: ২০ আগস্ট বিকাল ৫টা।
অনলাইনে আবেদন ফি ১০০ টাকা।
ভিসা ইস্যুর জন্য প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের পর কুয়েতে যাত্রা থেকে বিরত থাকলে পে-অর্ডার বাজেয়াপ্ত হবে। সরকারি চাকরিরত নার্সদের আবেদন করার প্রয়োজন নেই।
গুরুত্বপূর্ণ: বোয়েসেল-এর কোনো এজেন্ট/সাব-এজেন্ট নেই; আবেদনকারীরা সরাসরি আবেদন করতে পারবেন।