নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো পৌরসভা নির্বাচন।
সবগুলো কেন্দ্রেই সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সকালে ঘন কুয়াশা, শীত ও মৃদু শৈত্যপ্রবাহ উপেক্ষা করে সবকয়টি ভোট কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বেলা বাড়ার সাথে সাথে আরো বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি।
সকাল থেকে প্রায় সারাদিনই ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল পুরো এলাকা। নেই সূর্যের দেখা, ছিল মৃদু শৈত্যপ্রবাহ।
তবুও তীব্র শীত, কুয়াশা ও মৃদু শৈত্যপ্রবাহ উপেক্ষা করে ভোট কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ভোটারদের।
এরমধ্যে নারী ভোটারদের উপস্থিতিই বেশি।
কিন্তু কেন্দ্রগুলোতে করোনা পরিস্থিতিতে হাত ধোয়ার ব্যবস্থা বা সামাজিক দূরত্ব বজায় ছিল না।
কিন্তু ভোটার, এজেন্ট, পোলিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলাবাহিনীসদস্যরাও মাস্ক পরিধানে ক্ষেত্রে সবাই সচেতন ছিল।
সকাল থেকে সরেজমিন ঘুরে প্রতিটি কেন্দ্রেই এ চিত্র দেখা গেছে ধনবাড়ী পৌরসভা নির্বাচনে।
টাঙ্গাইলে এবারই প্রথম কোনো নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ করা হলো।
দুপুরে ধনবাড়ী সরকারি কলেজ কেন্দ্রে বিএনপি ও আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও উত্তেজনা বেশিক্ষণ স্থায়ী হয়নি।
এ সময় কেন্দ্রের পাশেই উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মশিউর রহমান এবং পৌর মেয়রের একান্ত সচিব কায়ছার আহম্মেদের বাসায় হামলার ঘটনা ঘটে।
এ রকম দু-একটি ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ ছিল।
নির্বাচনের সার্বিক বিষয় জানতে উপজেলা নির্বাচন কর্মকর্তা করুনা সিন্ধু চাকলাদারের মুঠো ফোনে বেশ কয়েকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি।
পরবর্তীতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বলেন, ছোটখাট ২/১টি ঘটনা ছাড়া সার্বিক নির্বাচন সুষ্ঠু হয়েছে।
প্রার্থীদের কারও অভিযোগ নেই। এসময় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সম্পাদনা – অলক কুমার