বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল খালেক মন্ডলের সঙ্গে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এবং টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আহমেদ আজম খানের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বীর মুক্তিযোদ্ধারা। শনিবার ২২ নভেম্বর সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভূঞাপুর উপজেলা কমান্ডের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি ভূঞাপুর মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভূঞাপুর উপজেলা কমান্ডের কমান্ডার চাঁদ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শেখ হাবিব, টাঙ্গাইল সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবু তালেব মিয়া, ভূঞাপুর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি শাহজাহান কবির লিটন, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান তরফদার ভূট্টো।
এ সময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক নুরুর রহমান তালুকদার সেলিম, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ফরমান আলী, উপজেলা শ্রমিক দলের সভাপতি আলমগীর হোসেন, সাবেক পৌর কাউন্সিলর রাশেদুল ইসলাম সেলিম, শ্রমিক নেতা মফিজ আকন্দসহ আরও অনেকেই।
সমাবেশে বক্তারা সখীপুর-বাসাইল আসনের বিএনপি প্রার্থী আহমেদ আজম খানের অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা জানান। তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার সঙ্গে অসম্মানজনক আচরণ জাতির ইতিহাস ও মূল্যবোধের পরিপন্থী। এজন্য তার উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া। একই সঙ্গে তারা আহমেদ আজম খানের মনোনয়ন বাতিল এবং তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানান।











