দীর্ঘদিনের আন্দোলনের প্রেক্ষিতে সরকার শিক্ষক ও এমপিওভুক্ত কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে নির্ধারণ করেছে। একই সাথে সর্বনিম্ন ভাতা রাখা হয়েছে ২,০০০ টাকা। রবিবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর স্বাক্ষরের প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশটি নভেম্বর থেকে কার্যকর হবে।
তবে শিক্ষক নেতারা সিদ্ধান্তটিকে অপ্রতুল উল্লেখ করে ইতোমধ্যেই তা প্রত্যাখ্যান করেছেন এবং আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
এর আগে ৩০ সেপ্টেম্বর মাসিক বাড়িভাড়া ভাতা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়। কিন্তু নতুন প্রজ্ঞাপনের ফলে অধিকাংশ পদে ৫ শতাংশ হিসাব অনুযায়ী নির্ধারিত ভাতা ২,০০০ টাকা ছাড়ায় না, শুধু অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ছাড়া।
যাদের কত ভাতা হবে (সংক্ষেপে):
-
অধ্যক্ষ (গ্রেড ৪): বেতন ৫০,০০০ টাকা → ভাতা ২,৫০০ টাকা
-
উপাধ্যক্ষ (গ্রেড ৫): বেতন ৪৩,০০০ টাকা → ভাতা ২,১৫০ টাকা
-
সহকারী অধ্যাপক (গ্রেড ৬ ও ৮): সর্বনিম্ন ভাতা ২,০০০ টাকা
-
প্রভাষক ও প্রধান শিক্ষকসহ গ্রেড ৭-১১: সকলেই পাবেন ২,০০০ টাকা করে
-
সহকারী শিক্ষক (গ্রেড ১০ ও ১১): আগের তুলনায় সর্বনিম্ন ২,০০০ টাকা ভাতা
-
এমপিওভুক্ত কর্মচারী (গ্রেড ১৬-২০): যাদের হিসাব অনুযায়ী ভাতা ৪০০-৪৬০ টাকা হলেও সর্বনিম্ন ২,০০০ টাকা দেওয়া হবে
শিক্ষক-কর্মচারীদের দাবি, বাস্তবের সঙ্গে সংগতিপূর্ণ বাড়িভাড়া নির্ধারণ না হওয়ায় এ সিদ্ধান্তে তারা সন্তুষ্ট নন।