নিজস্ব প্রতিবেদক : গত ২১ অক্টোবর টাঙ্গাইলের জনপ্রিয় অনলাইন পোর্টাল খবরবাংলা২৪ ডট কমে “সরকার নির্ধারিত দামে আলু বিক্রি হচ্ছেনা টাঙ্গাইলে” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
সংবাদটি প্রকাশিত হওয়ার পর নড়েচরে বসে প্রশাসন।
সরকার নির্ধারিত দামে আলু বিক্রি না করার প্রমাণ পান বাজার পরিদর্শনে গিয়ে।
সেসময় ছয় আলু ব্যবসায়ীকে ৩১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) শহরের পার্ক বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খাইরুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খাইরুল ইসলাম জানান, মূল্য তালিকা না থাকা ও সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় পার্ক বাজারের ছয় আলু ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
এসময় আলু ব্যবসায়ী সোহেল, আবু ছাইদ, শহীদ ও কাশেমকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এছাড়াও আলু ব্যবসায়ী রুবেলকে ১০ হাজার ও আ. ছবুরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় ওই জরিমানা করা হয়।