সিরাজগঞ্জের শাহজাদপুরে খাতা দেখতে না দেওয়ার জেরে এসএসসি পরীক্ষার্থী ইমন হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় এজাহারভুক্ত আসামি সাকিব (২০) কে ঢাকার উত্তরায় গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (৯ মে) রাতে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে তাকে আটক করা হয়। পরদিন শনিবার (১০ মে) সকালে তাকে বেলকুচি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার সাকিব সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার নাড়ামুড়ি গ্রামের রঞ্জিত হোসেনের ছেলে।
বেলকুচি থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, সাকিবকে র্যাবের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
গত ১৭ এপ্রিল শাহজাদপুর উপজেলার এনায়েতপুর ইসলামী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে কয়েকজন পরীক্ষার্থী ইমনের খাতা দেখে উত্তর লিখতে চাইলেও সে তাতে রাজি হয়নি। এর জেরে পরদিন ১৮ এপ্রিল বেলকুচি উপজেলার দৌলতপুর নতুনপাড়ায় ডেকে নিয়ে ইমনকে মারধর করা হয়। এতে তার মাথার বাঁ পাশের খুলি ভেঙে যায়।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকায় স্থানান্তর করা হয়। কিছুটা সুস্থ হলে বাড়িতে নেওয়া হয়, কিন্তু পরে আবার অসুস্থ হয়ে পড়লে ফের হাসপাতালে ভর্তি করা হয়। ২৫ এপ্রিল ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় ২৭ এপ্রিল নিহত ইমনের বাবা ইমদাদুল হক বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে বেলকুচি থানায় হত্যা মামলা করেন।