ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন অব বাংলাদেশের (ডি-ম্যাব) উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে টাঙ্গাইল সরকারি ম্যাটসের অডিটোরিয়ামে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন। এছাড়া উপস্থিত ছিলেন ডি-ম্যাবের কেন্দ্রীয় আহবায়ক ড. শহিদুল্লাহ সিদ্দিকী, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সহ-সভাপতি নুরুল ইসলাম শামীম, ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব সোহেল রানা, ম্যাটসের প্রিন্সিপাল ড. আশরাফ, যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু ও জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন।
দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। তারা বলেন, খালেদা জিয়া দেশের গনতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অনন্য ভূমিকা রেখেছেন। তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনাও করেন নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে তাবারুক বিতরণ করা হয়। দোয়া পরিচালনা করেন টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল্লাহ আল মামুন।










