বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে এখন কোন গনতন্ত্র নেই। মানুষের অধিকার নেই। বর্তমান সরকার বিনা ভোটে সরকার গঠন করে ক্ষমতা দখল করে রেখেছে। মানুষ তার অধিকারের জন্যে সংগ্রাম করছে, লড়াই করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে।
এসময় তিনি আরো বলেন, দ্রব্যমুল্যে অস্বাভাবিক বেড়ে গেছে। আজকে সেই জন্যে গনতন্ত্রের জন্য সংগ্রাম করতে হবে। নিরপপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করতে হবে।
১৭ নভেম্বর রোববার সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। এর আগে মীর্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের নিয়ে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সন্তোষে ভাসানীর মাজার জিয়ারত ও পুস্পস্তবক অর্পন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও শামসুজ্জামান দুদু, যুবদলের সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি নেতা ফজলুল হক মিলন ও গনস্বাস্থ্যের কাজী জাফরুল্লাহ।