রোববার ভোর পাঁচটার দিকে রাজধানীর খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেলের সামনে একটি কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন।
নিহতরা হলেন পরিচ্ছন্নতাকর্মী আশরাফ আলি ও নিহার। খিলক্ষেত থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান জানান, তারা মূল সড়কের পাশেই রাস্তা পরিচ্ছন্নতার কাজ করছিলেন। একপর্যায়ে একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়, যার ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে।