টাঙ্গাইলে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও মোমশিখা প্রজ্বলন করেছে টাঙ্গাইল জেলা ছাত্র ফেডারেশন।
সোমবার সন্ধ্যায় টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে টাঙ্গাইল জেলা ছাত্র ফেডারেশনের আয়োজনে এসময় মোমশিখা প্রজ্বলন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ হওয়া মারুফের মা মোর্শেদা বেগম, টাঙ্গাইল জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বিথি, দপ্তর ও পাঠাগার সম্পাদক প্রেমা সরকার, পৌর কমিটির আহবায়ক আদিবা হুমায়রা সহ গণঅভ্যুত্থানে আহত অনেকে।
এসময় তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস মানুষের মনে রাখার জন্য আমরা প্রতিনিয়ত জুলাইয়ের আন্দোলন সময়ের স্মৃতিগুলো তুলে ধরবো। আমরা চাই জুলাই সবার মাঝে বেঁচে থাকুক।