গণতন্ত্রকে সঠিকভাবে কার্যকর করতে হলে সবক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “গত ১৫ বছরে দেশে গণতন্ত্র পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। জবাবদিহিতার অভাবে চরম লুটপাট হয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে।”
বিএনপির দাবি, অবিলম্বে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফেরার পথ তৈরি করতে হবে। মির্জা ফখরুল বলেন, “আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলেই নির্বাচনের মাধ্যমে সমাধান চাই।”
তিনি আরও বলেন, “বর্তমান রাষ্ট্র কাঠামো এবং অর্থনীতির গুণগত পরিবর্তন জরুরি। তবে সেটা রাতারাতি সম্ভব নয়—সময়ের সঙ্গে ধাপে ধাপে করতে হবে।”
পিআর (Proportional Representation) পদ্ধতি নিয়ে কিছু রাজনৈতিক দলের প্রস্তাবের সমালোচনা করে তিনি বলেন, “সাধারণ মানুষ পিআর পদ্ধতি বোঝে না। তারা এমন একজন নেতাকে চায় যাকে সরাসরি নির্বাচিত করতে পারবে, পিআর পদ্ধতিতে সেটা সম্ভব নয়।”
মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “ট্রাম্পের ট্যারিফ নীতির কারণে বাংলাদেশ বড় ধরনের অর্থনৈতিক চাপে পড়তে পারে। এ সংকট থেকে উত্তরণে রাজনৈতিক ঐক্য ও আলোচনার প্রয়োজন রয়েছে।”