কারাগারে গণহত্যাকারীদের ডিভিশনে থাকা দুঃখজনক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
নিজের ভেরিফায়েড ফেসুবক পেজে আজ মঙ্গলবার দুপুরে এক পোস্টে এই মন্তব্য করেন আসিফ।
ওই পোস্টে তিনি বলেন, ‘আগে মন্ত্রী ছিল বলে কারাগারে ডিভিশন পাওয়ার বিধানে পরিবর্তন আনার বিষয়ে কথা বলছি। গণহত্যাকারীদের কারাগারে ডিভিশনে থাকা দুঃখজনক।
আসিফ মাহমুদের ওই পোস্টে ‘আইন সবার জন্য সমান রাখার’ পরামর্শ দিয়ে মন্তব্য করেছেন নেটিজেনরা। তাদের দাবি, আইনের সুযোগে কোনো গণহত্যাকারী যেন অতিরিক্ত সুবিধা ভোগ না করেন।