গাইবান্ধার সুন্দরগঞ্জে মেলার নামে আয়োজিত জুয়ার আসর ও অশ্লীল নৃত্যের প্যান্ডেল ভেঙে আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শুক্রবার (২৫ এপ্রিল) রাত ১০টার দিকে রামজীবন ইউনিয়নের কৈ কাশদহ গ্রামে এ ঘটনা ঘটে। তবে আগেভাগে টের পেয়ে জুয়াড়ি ও আয়োজকরা পালিয়ে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, বৈশাখ উপলক্ষে একদিনের জন্য মেলার আয়োজন করা হয়। দিনের বেলা দোকানপাট ও ম্যাজিক শো চললেও সন্ধ্যার পর প্যান্ডেলে শুরু হয় অশ্লীল নৃত্য ও জমজমাট জুয়ার আসর। স্থানীয় রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় এই আয়োজন চলে বলে অভিযোগ করেন এলাকাবাসী। বাধা দিলেও আয়োজকরা কর্ণপাত করেনি। পরে বিক্ষুব্ধ জনতা মেলা ভাঙচুর করে এবং জুয়া খেলার সরঞ্জাম পুড়িয়ে দেয়।
পরে কাশদহ বাজার এলাকায় অনুষ্ঠিত প্রতিবাদসভায় গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমির মাজেদুর রহমান মাজেদ বলেন, “সুন্দরগঞ্জের মাটিতে কোনো অপকর্ম চলবে না। প্রয়োজনে অপরাধীদের হাত-পা ভেঙে দেওয়া হবে।”
তিনি সুন্দরগঞ্জ থানার ওসি হাকিম আজাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তুলেছেন। তবে ওসি জানান, মেলার বিষয়ে পুলিশ আগে অবগত ছিল না। পরে খবর পেয়ে অভিযান চালানো হয় এবং মাদক-জুয়াসহ অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।