ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের চালানো গণহত্যার প্রতিবাদে আজ সোমবার (৭ এপ্রিল) দেশব্যাপী পালিত হচ্ছে ‘নো ওয়ার্ক, নো ক্লাস’ কর্মসূচি। সকাল থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে ফিলিস্তিনের পতাকা হাতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।
ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন বাড্ডায়। একইভাবে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ক্যাম্পাসের সামনেই অবস্থান নিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে স্লোগান দেন।
বক্তাদের বক্তব্য:
বক্তারা বলেন, গাজায় চলমান এই রক্তক্ষয়ী যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে। ইসরায়েলের বর্বরতা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
ছাত্রসংগঠনগুলোর সংহতি:
ছাত্রদল, ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদসহ বিভিন্ন ছাত্রসংগঠন এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভের ডাক দিয়েছে।
এর আগে, রবিবার রাতে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানও গাজার পক্ষে সংহতি জানিয়ে নোটিশ দিয়েছে।