গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছেন অন্তত আরও ৭৬ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন কমপক্ষে ২০০ জন। এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
জানা যায়, উত্তর গাজার জাবালিয়ার শরণার্থী শিবিরে একটি বাড়িতে চালানো বোমা হামলায় প্রাণ হারিয়েছেন ৫০ জন। এর মধ্যে বহু নারী ও শিশু রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
দক্ষিণ গাজার খান ইউনুস শহরের বিভিন্ন এলাকাও হামলার শিকার হয়েছে। শহরটির একটি বাড়িতে ইসরায়েলি হামলায় মারা গেছেন আটজন, যাদের মধ্যে সাতজনই শিশু।
আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে হামলায় আহত হয়েছেন অন্তত দুজন। একইসঙ্গে খান ইউনুসের কাছে অবস্থিত আবাসান আল-কাবিরা শহরে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় আরও দুজন আহত হয়েছেন।
এছাড়া উত্তর গাজার আস-সাফতাওয়ি এলাকায় একটি তাঁবুতে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন অন্তত একজন।
গাজার পরিস্থিতি দিন দিন আরও সংকটময় হয়ে উঠছে। মানবিক সহায়তা সংকটের মধ্যেই চলমান হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।a