গাজীপুরের জয়দেবপুরের মোগলখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের সবাই মারা গেছেন। সর্বশেষ রবিবার (৪ মে) রাতে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ১০ বছর বয়সী শিশু তানজিলা।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তানজিলার শরীরের ৯০ শতাংশই দগ্ধ হয়েছিল।
মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত অন্যান্যরা হলেন—সিমা আক্তার (৩০), পারভিন আক্তার (৩৫), পারভিনের এক বছরের ছেলে আয়ান এবং পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তাসলিমা বেগম (৩০)। সকলেই একই পরিবারের সদস্য ছিলেন।
ঘটনাটি ঘটে গত শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে জয়দেবপুরের মোগলখাল এলাকায়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘরের ভেতরে থাকা পাঁচজন গুরুতর দগ্ধ হন। রাত পৌনে ১১টার দিকে তাদের উদ্ধার করে ঢাকার বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
এক মাসের ব্যবধানে দগ্ধ পাঁচজনের একজন করে মৃত্যুর মাধ্যমে শেষ হলো একটি পরিবারের পুরো অধ্যায়।
এই ঘটনা ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।