গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান জানিয়েছেন, কোনো অবস্থাতেই ব্যাটারি চালিত অটোরিকশাকে মহাসড়কে উঠতে দেওয়া হবে না। এগুলো শুধুমাত্র ফিডার রোডে চলবে এবং মহাসড়ক থেকে অন্তত ১০০ মিটার দূরে যাত্রী উঠানামা করতে পারবে। তিনি অটোরিকশা চালক ও যাত্রীদের এই নিয়ম মেনে চলার আহ্বান জানান।
বৃহস্পতিবার (২৭ মার্চ) চান্দনা চৌরাস্তায় এক প্রেস ব্রিফিংয়ে ঈদে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপ সম্পর্কে এসব কথা বলেন তিনি।
পুলিশ কমিশনার আরও জানান, মহাসড়কে অটোরিকশা উঠলে ডাম্পিংসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, বাসভাড়া বেশি নেওয়া হলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হকার উচ্ছেদ, অবৈধ পার্কিং সরানো এবং যান চলাচলের শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও কাজ করছে। কাঁচামাল ও নিত্যপণ্য বহনকারী যানবাহন ছাড়া অন্য সব ট্রাক ও ভারি যান চলাচল বন্ধ থাকবে।
নগরীর ছিনতাই প্রসঙ্গে তিনি বলেন, মহানগর পুলিশ ছিনতাই প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ছিনতাইকারীদের ধরতে গোপন অভিযান চালানো হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।