গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগ’-এর সভাপতি শামচুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলার আসামি বলে জানিয়েছে টুঙ্গিপাড়া থানা পুলিশ।
শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ও বাগেরহাটের চিতলমারী থানা পুলিশের যৌথ অভিযানে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে বৃহস্পতিবার (১৫ মে) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার টেকেরহাট-গোপালগঞ্জ সড়কের সাতপাড় এলাকায় ছাত্রলীগের একটি মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন শামচুল হক। ওই শোডাউনে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় নেতাদের অংশগ্রহণের বিষয়টি পুলিশের নজরে আসে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “শামচুল হকের বিরুদ্ধে পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবারের শোডাউনের পর তাকে নজরদারিতে রাখা হয় এবং গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়।”
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তার সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।