টাঙ্গাইলের গোপালপুরে দেশের অন্যতম ঐতিহ্যবাহী ব্যাংকিং প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক লিমিটেডের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) বিকেলে গোপালপুর আইএফআইসি ব্যাংকের উপশাখার আয়োজনে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এসিস্ট্যান্ট অফিসার বাপ্পি হোসাইন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর বাস মালিক সমিতির সভাপতি প্রবীর চন্দ্র চন্দ, অ্যাসিস্ট্যান্ট অফিসার আকাশ মিয়া, ব্যবসায়ী হাজী জালাল উদ্দিন, নূর আলম, হাফিজ উদ্দিন ও মোহাম্মদ ফজর আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিলে ব্যাংকের সার্বিক সাফল্য, গ্রাহক সেবা উন্নয়ন ও দেশের আর্থ-সামাজিক অগ্রগতিতে ব্যাংকের ভূমিকার জন্য প্রার্থনা করা হয়। পরে অতিথি ও উপস্থিত সবাইকে মিষ্টান্ন পরিবেশন করা হয়।
আনন্দঘন পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা আইএফআইসি ব্যাংকের ধারাবাহিক সাফল্য কামনা করেন এবং ব্যাংকের ভবিষ্যৎ উন্নতির আশাবাদ ব্যক্ত করেন।