টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে আলমনগর উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করেন স্থানীয় বিএনপি নেতারা।
এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে অংশ নেয় আলমনগর ৫নং ওয়ার্ড ও মাদার জানি একাদশ। জমজমাট এই খেলায় মাঠজুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড় এবং উৎসবমুখর পরিবেশ।
আয়োজক সংগঠন আলমনগর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ক্রীড়াপ্রেমী আরাফাত রহমান কোকোর স্মৃতিকে শ্রদ্ধা জানাতে ও যুব সমাজকে ক্রীড়ার প্রতি উদ্বুদ্ধ করতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী খোরশেদুজ্জামান মন্টু। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “আরাফাত রহমান কোকো ছিলেন দেশের ক্রীড়াঙ্গনে এক উজ্জ্বল নাম। তাঁর স্মরণে এমন আয়োজন তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”
টুর্নামেন্টে বিভিন্ন ওয়ার্ড থেকে মোট ১০টি দল অংশ নিচ্ছে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী মাসের প্রথম সপ্তাহে।