গোপালপুর প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচির দশ টাকা কেজি দরের ৩০ কেজি ওজনের ৭৮ বস্তা অবৈধ চাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে হাদিরা ইউনিয়ন এর চাতুটিয়া মধ্যে পাড়া লাল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে এই চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
এ ব্যাপারে গোপালপুর থানায় মামলা প্রক্রিয়াধীন অবস্থায় আছে হয়েছে।
গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার পারভেজ মল্লিক জানান, লেংড়া বাজার মোড় থেকে মৃত ইন্তেজারি ছেলে লাল মিয়ার (৩৫) বাড়িতে ৩০ কেজি ওজনের ৭৮ বস্তা অবৈধ চাল রাখা হয়েছে।
সেই সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে প্রধানমন্ত্রীর দশ টাকা কেজি দরের ৩০ কেজি ওজনের ৭৮ বস্তা অবৈধ চাল জব্দ হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে চাল ব্যবসায়ী লাল মিয়া পালিয়ে যায়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পারভেজ মল্লিক; গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন; গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ।
ওসি মোশাররফ হোসেন জানান, ৭৮ বস্তা অবৈধ চাল কালোবাজারি উদ্দেশ্যে ঘরে রাখা হয়েছে; গোপন সংবাদের ভিত্তিতে লাল মিয়ার বাড়িতে উপস্থিত হই সেখান থেকে অবৈধ বস্তা ৭৮ চাল উদ্ধার করি।
মামলা প্রক্রিয়াধীন অবস্থায় আছে। সম্পাদনা – অলক কুমার