টাঙ্গাইলের গোপালপুরে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা গামী জামালপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে খাতেমেন নামের একজন মহিলা এবং তার তিনটি ছাগল নিহত হয়েছেন। খাতেমেন বাড়ি ফেরার পথে যমুনা সেতুর পূর্ব পাড় থেকে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন। দুর্ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, ঘটনাস্থলে রেল পুলিশ লাশ উদ্ধার করেছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।