আদালত প্রতিবেদক : টাঙ্গাইলের গোপালপুরে ক্লাস চলাকালীন সময় বিদ্যালয়ে হামলায় প্রধান শিক্ষকসহ তিন শিক্ষককে আহতের ঘটনায় তিন বখাটেকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে আদালতে পাঠানে হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি বিকেলে গোপালপুর থানার ওসি মোশারফ হোসেন নিশ্চিত করেছেন।
ওই দুই বখাটে হচ্ছে উপজেলার জামতৈল গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে হৃদয় (১৯) ও মো. মিজানুর রহমানের ছেলে রাব্বি (২০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (৭ মার্চ) দুপুরে হৃদয় ও রাব্বী বহিরাগতদের নিয়ে ক্লাস চলাকালীন সময় বিদ্যালয়ের মাঠে ঝগড়া শুরু করে।
এ সময় সহকারী শিক্ষক সোলায়মান ও শাহনাজ পারভীন তাদের কাছে গিয়ে ঝগড়া করতে নিষেধ ও বিদ্যালয় ত্যাগ করতে বলেন।
এতে বখাটেরা ক্ষিপ্ত হয়ে শিক্ষকদ্বয়ের উপর অতর্কিত হামলা চালায়।
পরে প্রধান শিক্ষক গিয়ে বাঁধা দিলে বখাটেরা তাঁকেও বেধরক প্রহার করে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
অন্যান্য শিক্ষকরা ঘটনাস্থলে ছুটে এলে বখাটেরা খুন-জগমের হুমকি দিয়ে চলে যায়।
পরে, স্থানীয়দের সহযোগিতায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
ঘটনার পরে রাতেই প্রধান শিক্ষক বাদি হয়ে ওই দুই বখাটের বিরুদ্ধে মামলা দায়ের করে।
এলাকাবাসী এই ন্যাক্কারজনক হামলার সুষ্ঠু বিচার দাবির পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর ওই দুই বখাটেকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করলে আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। সম্পাদনা – অলক কুমার