টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের হাতেম আলী বি. এল. উচ্চ বিদ্যালয়ে ছায়ানীড়ের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘সর্বস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে’ শীর্ষক কর্মশালা। একই অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক কৃতী ছাত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবেদা সুলতানার নামে একটি মুক্ত পাঠাগারের উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কর্মশালার উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মুহাম্মদ কামরুল আহসান টিটু। প্রধান অতিথি ছিলেন গণিত বিভাগের অধ্যাপক ও বীর প্রতীক তারামন বিবি হল প্রভোস্ট ড. আবেদা সুলতানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী ও সমাজসেবক খায়রুজ্জামান ভূঞা। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক ড. শামীম আরা, ইয়াসমিন ইয়াকুব জলি এবং শিক্ষক-লেখক-কবি আনজু আনোয়ারা।
মূল আলোচক হিসেবে বক্তব্য দেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক ও বাংলা ভাষার ফেরিওয়ালা অধ্যাপক মো. লুৎফর রহমান। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল তালুকদার।
কর্মশালায় বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল মুত্তালিবকে সংবর্ধনা দেওয়া হয়। আলোচনায় প্রমিত বাংলা বানান ও শুদ্ধ উচ্চারণের গুরুত্ব তুলে ধরা হয়। শেষে শিক্ষার্থীদের হাতে প্রমিত বানানের নিয়ম বই বিতরণ এবং মুক্ত পাঠাগার উদ্বোধন করা হয়।