গোপালপুর সংবাদদাতা : টাঙ্গাইলের গোপালপুরে কর্মজীবী লেকট্রেনিং মাদার সহায়তা কর্মসূচির আওতায় পৌরসভার উপকারভোগীদের স্বাস্থ্যসেবার জোয়াদ্দার করার লক্ষ্যে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা এর আয়োজনে (১৮ নভেম্বর) বুধবার সকালে উপজেলা হলরুমে এই হেলথক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস।
হেলথক্যাম্প শুরুর আগে সকলের স্বাস্থ্যবিধি সুরক্ষিত করার জন্য মাস্ক বিতরণ করা হয়।
এরপর অনুষ্ঠানে মাতৃদুগ্ধের উপকারীতা,মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ দেন ডাক্তারগণ।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজি, মেডিকেল অফিসার ডা.শাহরীন রশিদী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল।
এসময় ভাতাভোগীদের মাঝে লাইফবয় সাবান, খাবার স্যালাইন ও নাস্তা বিতরণ করা হয়।