টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কামালপুর এলাকায় দুটি অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হকের নির্দেশনায় এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত ও জেলা পরিবেশ অধিদপ্তর।
ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ জানান, উপজেলার পাহাড়ি অঞ্চলে বনের ভেতর দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি পুরোনো ব্যাটারি আগুনে পুড়িয়ে সিসা তৈরি করে বিক্রি করে আসছিল। এতে পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছিল।
বিষয়টি জানার পর জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে অভিযান চালিয়ে অবৈধ সিসা কারখানা দুটি ভেঙে ফেলা হয় এবং তাদের সকল সরঞ্জাম জব্দ ও ধ্বংস করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ, পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিলেন।