ঘাটাইল উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৯ নভেম্বর) সকালে তাদের মধুপুর থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন নিশ্চিত করেছেন, শনিবার রাতে পুলিশ অভিযান পরিচালনা করে চার নেতাকে আটক করে। পরে মধুপুর থানায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের হস্তান্তর করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন:
-
দেওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাহাদুর আলম খান (৫৬)
-
উপজেলা ছাত্রলীগের নেতা আবিদ হাসান (৩২)
-
রসুলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মজনু (৪০)
-
ধলাপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি রুহুল আমিন (৫২)
ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, “শনিবার রাতে অভিযান চালিয়ে চার নেতাকে আটক করা হয়। মধুপুর থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।”











