টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চকপাড়া গ্রামের জামিল (২০) তার পিতা সুমন (৪৭) কে অতিমাত্রায় ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করার অভিযোগে আটক হয়েছেন। ঘটনার স্বীকারোক্তি দিয়েছেন জামিল। নিহত সুমন ধলাপাড়া বাজারে ফার্মেসির ব্যবসা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এটি পরিকল্পিত হত্যা। কয়েকদিন অসুস্থ থাকার সুযোগে জামিল তার বাবাকে ওষুধ খাইয়ে মৃত্যু নিশ্চিত করেন। ঘটনার তিন দিন আগে লাশ গুম করার জন্য বাড়ির পেছনে গর্ত খুঁড়ে রেখেছিলেন।
সন্দেহজনক আচরণে প্রতিবেশীরা জামিলকে জিজ্ঞাসাবাদ করলে তিনি দোষ স্বীকার করেন। এরপর পুলিশ তাকে আটক করে। নিহত সুমনের বাবা বীর মুক্তিযোদ্ধা নুরুল হক খান ছেলে হত্যার বিচার দাবিতে অভিযোগ দায়ের করেছেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানিয়েছেন, জামিলকে আটক করে কোর্টে প্রেরণ করা হয়েছে।