টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পারিবারিক বিরোধের জেরে পুত্রের হাতে পিতা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রসুলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হামকুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি আরশেদ আলী, বয়স প্রায় ৭০। তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয়দের পাওয়া তথ্যে জানা যায়, পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই পিতা ও পুত্রের মধ্যে বিরোধ চলছিল। শনিবার সকালে কথাকাটাকাটির এক পর্যায়ে আরশেদ আলী আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনাটির সঙ্গে তার ছেলে আসলাম শেখ, বয়স প্রায় ৩০, জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহফুজ আলম জানান, প্রাথমিকভাবে এটি পারিবারিক বিরোধ থেকে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।











