ঘাটাইল উপজেলায় জাতীয় টাইফয়েড টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু নয়িম মোহাম্মদ সোহেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান, সহকারী শিক্ষক খলিলুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।
এ কর্মসূচির মাধ্যমে ঘাটাইল উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ১ লাখ ১৮ হাজার ৫০০ শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে। উল্লেখ্য, দেশের ইতিহাসে প্রথমবারের মতো সারাদেশে একযোগে এই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে, যা শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।