টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক প্রতিমন্ত্রী ও চারবারের সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান খান আজাদকে দলীয় মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন তার কর্মী-সমর্থকরা।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে ঘাটাইল বাসস্ট্যান্ড এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে তারা অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
এর আগে বীর ঘাটাইল এলাকায় লুৎফর রহমান খান আজাদের সমর্থকরা এক সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাঈনুল ইসলাম, ঘাটাইল পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মঞ্জুরুল হক, এবং সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা।
উল্লেখ্য, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসিরের নাম ঘোষণা করা হয়েছে।











