টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় শাশুড়িকে শ্বাসরোধে হত্যার অভিযোগে জামাইসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জুন) রাতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদেরকে টাঙ্গাইল আদালতে হাজির করা হয়।
পুলিশ জানায়, গত ২০ জুন রাতে উপজেলার মানাজী সিকদারবাড়ি এলাকায় হনুফা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিজ ঘরে খুন হন। পরদিন ছেলে হুমায়ুন সিকদার বাদী হয়ে ঘাটাইল থানায় হত্যা মামলা দায়ের করেন। হনুফা বেগম একাই স্বামীর বাড়িতে থাকতেন, ছেলে হুমায়ুন পোল্ট্রি ব্যবসার কারণে উপজেলা শহরে বাস করতেন।
প্রতিবেশীরা জানান, ২১ জুন সকাল ৯টার দিকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরে ঢুকে হনুফা বেগমের মরদেহ বিছানায় দেখতে পান তারা। গলায় ওড়না পেঁচানো দাগ এবং শরীরে আঘাতের চিহ্ন দেখে পুলিশ হত্যার আশঙ্কা করে। নিহতের স্বর্ণালঙ্কার খোয়া যায় বলে পরিবার জানায়।
তদন্তে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘাতকদের শনাক্ত করে। ঘাটাইল থানার ওসি’র নির্দেশে ছামনা গ্রামের কাদেরের ছেলে আমিনুরকে আটক করা হয়। পরে টাঙ্গাইল, ঢাকা, নারায়ণগঞ্জ ও সুনামগঞ্জে অভিযান চালিয়ে মূল আসামি শাহজাহানকেও গ্রেফতার করা হয়।
ঘাটাইল থানার সাব-ইন্সপেক্টর রাজু আহমেদ জানান, আসামিরা টাকা ও স্বর্ণালঙ্কারের লোভে হত্যার পরিকল্পনা করে। নিহতের জামাই শাহজাহান ও সহযোগী আমিনুর ২০ জুন দিবাগত রাতে হনুফার বাড়িতে গিয়ে দরজা খুলিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার লুটে নেয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে নিহতের স্বর্ণের চেইন ও কানের দুল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, আসামিরা হত্যার পর মরদেহ খাটে শুইয়ে রেখে পালিয়ে যায়।