টাঙ্গাইলের ঘারিন্দা ইউনিয়নে দুই প্রতিবন্ধী প্রবীণের মাঝে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের মনোনয়নপ্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়।
টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের উত্তর তারুটিয়া ও গোলাবাড়ি গ্রামের চলাচল অক্ষম দুই প্রতিবন্ধী বৃদ্ধকে উপহার হিসেবে হুইল চেয়ার তুলে দেওয়া হয়।
হুইল চেয়ার বিতরণকালে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জিয়া মঞ্চের সভাপতি জাহিদুর রহমান জাহিদ, ঘারিন্দা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়ার মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফরমান, জেলা ছাত্রদলের সদস্য সবুজসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা।