টাঙ্গাইলের কালিহাতীতে বট গাছে ধাক্কা লেগে একটি কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) দুপুর প্রায় ১টার দিকে কালিহাতী থানার পশ্চিম পাশে টাঙ্গাইল-জামালপুর জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাভার্ডভ্যান চালক রাশেদ মিয়া (২৯) নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার নাউয়াপাড়া গ্রামের মোতাহের হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী কাভার্ডভ্যানটি অতিরিক্ত ক্লান্ত অবস্থায় চালাচ্ছিলেন চালক। হঠাৎ চোখ লেগে যাওয়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বড় বটগাছে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন।
খবর পেয়ে কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়ার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মাহবুব হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি রেকারের মাধ্যমে মহাসড়ক থেকে সরিয়ে নেয়। পরে নিহত চালকের লাশ ও কাভার্ডভ্যান জব্দ করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।











